বাসস
  ২০ এপ্রিল ২০২৫, ১৯:১৭

চাঁদপুরে বিএসটিআই-এর অনুমোদনহীন আইসক্রিম ও দধি প্রস্তুতের দায়ে জরিমানা

রোববার চাঁদপুরে অনুমোদনহীন দধি উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি: বাসস

চাঁদপুর, ২০ এপ্রিল ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ বিএসটিআই- এর অনুমোদনহীন এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম ও দধি প্রস্তুতের দায়ে ‘মেসার্স মুজাহিদ ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ রোববার দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় বাজার তদারকি অভিযানকালে এ জরিমানা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।

সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান জানান, বিএসটিআই- এর অনুমোদন ব্যতীত এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম ও দধি প্রস্তুতের দায়ে মেসার্স মুজাহিদ ট্রেডার্স-এর মালিককে ৩০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। 

এ সময় স্বাস্থ্য পরিদর্শক নজরুল ইসলাম, ক্যাব- চাঁদপুরের প্রতিনিধি বিপ্লব সরকার এবং পুলিশের একটি দল সহায়তা প্রদান করেন।