বাসস
  ২১ এপ্রিল ২০২৫, ১২:১৭

কিশোরগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু

কিশোরগঞ্জ, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার পাকুন্দিয়ায় বজ্রপাতে আবু তাহের মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল ৭টার দিকে উপজেলার জাঙালিয়া ইউনিয়নের চরকাওনা মইশাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুইজন আহত হয়েছে।

মৃত্যু আবু তাহের মিয়া ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি জাঙালিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

জানা গেছে, সকালে নিজের সবজি বাগানে কাজ করতে  যান আবু তাহের । এসময় বৃষ্টির সাথে ঝড় শুরু হলে জমিতে থাকা পানি সেচ মেশিনের ঘরে অবস্থান নেন আবু তাহেরসহ আরও দুজন। ঝড়-বৃষ্টির একপর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবু তাহের মারা যান। এসময় সঙ্গে থাকা অপর দুজন আহত হন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বজ্রপাতে তাহের মিয়ার মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন,মরদেহ উদ্ধার করে তার বাড়িতে রাখা হয়েছে।