বাসস
  ২১ এপ্রিল ২০২৫, ১৫:৩৬

চুয়াডাঙ্গায় দুটি ফার্মেসিতে অভিযান, জরিমানা আদায় 

চুয়াডাঙ্গায় দুটি ফার্মেসিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলার ভালাইপুর বাজারে দুটি ফার্মেসিতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে  এ জরিমানা আদায় করে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্য ও ওষুধের দোকান তদারকি করা হয়। তদারকিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও নিয়ম বহির্ভূত সংরক্ষণ করার অপরাধে মনিরুল  হকের প্রতিষ্ঠান মনির ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

এছাড়া মিথ্যা তথ্য দিয়ে ব্যবসা পরিচালনার করার জন্য আবুল কালাম আজাদের প্রতিষ্ঠান রোকেয়া ডেন্টাল কেয়ারকে ২৫ হাজার টাকাসহ মোট দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দুটি প্রতিষ্ঠানের মালিককে আগামী একদিনের মধ্যে সমস্যাগুলো সমাধান পূর্বক ব্যবসা করার নির্দেশ দেয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসনের পরিদর্শক তাহমিদ জামিল, ক্যাবের প্রতিনিধি রফিকুল ইসলামসহ  পুলিশের একটি টিম।