শিরোনাম
খাগড়াছড়ি, ২১ এপিল, ২০২৫ (বাসস) : জেলার দীঘিনালা উপজেলায় আজ ৭ বিজিবি বাবুছড়া ব্যাটালিয়ন-এর উদ্যোগে গরীব, অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ প্রদান করা হয়েছে।
আজ সোমবার সকালে দীঘিনালা উপজেলার হেলিপ্যাড মাঠে বিনামূল্যে এ চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বাবুছড়া ব্যাটালিয়ন ৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এস এম রেজাউর রহমান।
বাবুছড়া ব্যাটালিয়ন আয়োজিত এ কর্মসূচীতে চিকিৎসা সেবা প্রদান করেন ৭ বিজিবি’র মেডিকেল অফিসার মেজর সুহিল ইবনে আজম।