শিরোনাম
ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস) : এসএসসি ও সমমানের পরীক্ষার চতুর্থ দিনে পরীক্ষায় ১০টি বোর্ডে মোট অনুপস্থিত ছিল ২৭ হাজার ৮১৯ জন শিক্ষার্থী। আর বহিষ্কার হয়েছে ৭৯ জন পরীক্ষার্থী ও ৩ জন পরিদর্শক। মোট অনুপস্থিতের হার ১ দশমিক ৬৮ শতাংশ।
আজ বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আজকের পরীক্ষায় ঢাকা বোর্ডে ৩ লাখ ৬৭ হাজার ৫১৬ জন অংশ নেয়ার কথা থাকলেও ৩ লাখ ৬২ হাজার ৭৫০ পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় ৪ হাজার ৭৬৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রাজশাহী বোর্ডে ১ লাখ ৭৫ হাজার ১৭১ জনের মধ্যে ১ লাখ ৭৩ হাজার ১৬৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
কুমিল্লা বোর্ডে ১ লাখ ৫২ হাজার ১৯২ জনের মধ্যে ১ লাখ ৫০ হাজার ৩৯২ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ১ হাজার ৮০০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ১৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
যশোর বোর্ডে ১ লাখ ৩২ হাজার ৮৩০ জনের মধ্যে ১ লাখ ৩০ হাজার ৮৫৭ শিক্ষার্থী উপস্থিত ছিল। ১ হাজার ৯ ৭৩জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ২৯ হাজার ৯৪১ জনের মধ্যে ১ লাখ ২৮ হাজার ৫৫৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ৩৮৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
সিলেট বোর্ডে ৮৮ হাজার ৪৪৭ জনের মধ্যে ৮৭ হাজার ৩৪০ পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ১০৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ১ জন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।
বরিশাল বোর্ডে ৮১ হাজার ৬৩৩ জনের মধ্যে ৮০ হাজার ৩৫৯ পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ২৭৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের ২৮০টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৭০ হাজার ৮৭৯ জনের মধ্যে ১ লাখ ৬৯ হাজার ১৭২ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ১ হাজার ৭০৭ জন অনুপস্থিত ছিল। এ বোর্ডে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
ময়মনসিংহ বোর্ডে ১ লাখ ১ হাজার৪১৪ জনের মধ্যে ১ লাখ ২৪৩ শিক্ষার্থী উপস্থিত ছিল। ১ হাজার ১৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ১১ জন পরীক্ষার্থী ও ২ জন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।
মাদরাসা শিক্ষা বোর্ডে ২ লাখ ৫৫ হাজার ৭০৩ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ লাখ ৪৫ হাজার ৭৩ জন। মোট ১০ হাজার ৬৩০ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতের হার ৪ দশমিক ১৬ শতাংশ। এ বোর্ডে ২৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।