বাসস
  ২১ এপ্রিল ২০২৫, ১৯:০১

টাঙ্গাইলে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

মাদকসহ হারুন মিয়াকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে ডিবি। ছবি: বাসস

টাঙ্গাইল, ২১ এপ্রিল ২০২৫ (বাসস): জেলার সখীপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানকালে ১০ হাজার পিস ইয়াবাসহ হারুন মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গ্রেপ্তারকৃত হারুন মিয়া জেলার সখীপুর উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের সাপিয়াচালা গ্রামের ফয়েজ আলীর ছেলে।

আজ সোমবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে সখীপুর উপজেলার পৌর এলাকার সিকদারপাড়ায় জাহিদুল ইসলাম জুয়েলের বাসায় টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় ওই বাসার ভাড়াটিয়া হারুন মিয়ার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আদালতে গ্রেপ্তারকৃত হারুনের ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।