বাসস
  ২১ এপ্রিল ২০২৫, ২০:১৯

সিরাজগঞ্জে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা

সিরাজগঞ্জে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা। ছবি: বাসস

সিরাজগঞ্জ,২১ এপ্রিল ,২০২৫ ( বাসস): জেলায় আজ কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরের ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা পরিদর্শন ও উদ্বোধন করা হয়েছে।

সোমবার সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, সিরাজগঞ্জের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উদ্বোধনী আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. সাইদী রহমান, অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক মো. মশকর আলী। এছাড়া সদর উপজেলার ১০টি ইউনিয়নের কৃষক, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মেলায় প্রদর্শিত কৃষিপণ্য দেখে আগত দর্শনার্থীদের মধ্যে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। তিন দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্যে উন্মুক্ত থাকবে বলে জানা যায়। মেলায় ২০টি স্টলে প্রদর্শন করা হয়েছে বিভিন্ন ধরনের ফলমূল, সবজি, বীজ ও আধুনিক রোপণপদ্ধতি , নিয়মাবলির ও  লিফলেট, প্রদর্শন করা হয়েছে। এছাড়াও  মালচিং পদ্ধতি বসতবাড়ি সবজি চাষ,ভাসমান বীজতলা, ভাসমান সবজিচাষ পুকুরের উপরে মাচায় সবজি চাষ প্রভৃতিতে পদ্ধতি দেখানো হয়েছে।