শিরোনাম
যশোর, ২১ এপ্রিল ২০২৫ (বাসস): জেলায় আজ ভবদহ এলাকার জলাবদ্ধতা দূরীকরণে নিয়োজিত পানি নিষ্কাশন পাম্পের বিদ্যুৎ বিল ৪৬ শতাংশ কমিয়েছে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি।
আজ সোমবার যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী হরেন্দ্র নাথ বর্মন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার জলাবদ্ধ এলাকার পানি সেচ পাম্পের মাধ্যমে নিষ্কাশন করে ওই এলাকার কৃষিজমিকে আবাদযোগ্য করার চেষ্টা করছে সরকার। এ কাজে ব্যবহৃত সেচপাম্পগুলোকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় এলটি-বি (সেচ/কৃষিকাজে ব্যবহৃত পানির পাম্প) শ্রেণিভুক্ত করা হয়েছে।
আগে এসব সেচপাম্পের বিদ্যুৎ বিল প্রতি ইউনিট ৯ টাকা ৭১ পয়সা এবং প্রতি কিলোওয়াটের জন্য ডিমান্ড চার্জ ৯০ টাকা করে দিতে হতো। এখন সেখানে প্রতি ইউনিট বিদ্যুৎ বিল ৫ টাকা ২৫ পয়সা এবং প্রতি কিলোওয়াট ডিমান্ড চার্জ ৪২ টাকা দিতে হবে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী ভবদহ জলাবদ্ধতা দূরীকরণে নিয়োজিত সেচ পাম্পগুলোর জন্য বিদ্যুৎ খরচ ৪৬ শতাংশ কমবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।