শিরোনাম
রাঙ্গামাটি, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় আজ ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় রবি মৌসুমে, বোরো ধানের (উফশী জাত) সমলয় চাষাবাদের (Synchronized Cultivation) ব্লক প্রদর্শনীর কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে ধান কাটার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় জেলার সদর উপজেলাধীন কুতুকছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া, ডুলু হড়ি ব্লকে কৃষি সম্প্রসারণঅধিদপ্তরের আয়োজনে ধান কাটার উদ্বোধন করেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহনাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আছমা, জেলা পরিষদ সদস্য ও আহ্বায়ক কৃষি নাই ঊ প্রু মারমা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, ডি এই নাসিম হায়দার ও উপ-পরিচালক উদ্যানতত্ত্ব আপ্রু মারমা সহ সুফলভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন আধুনিক পদ্ধতি ব্যবহার করে কৃষিতে সুষ্ঠুভাবে যান্ত্রিকীকরণ করা গেলে পাহাড়ে ফসল উৎপাদন আরো বাড়বে। এতে শ্রমিক কম লাগবে, কৃষি খাতে যে শ্রমিক সংকট বিশেষ করে ধান কাটার সময় শ্রমিকের অভাব এর থেকে মুক্তি পাওয়া যাবে।
পরে অতিথিরা মাঠ পর্যায়ে কৃষি যান্ত্রিকীকরণের ব্যবহার পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন সমস্যা নিয়ে কৃষকদের সাথে কথা বলেন।