বাসস
  ২২ এপ্রিল ২০২৫, ১৩:৪৬

বিরামপুরে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় মঙ্গলবার কৃষকদের মধ্যে কৃষি বিভাগের উদ্যোগে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়। ছবি : বাসস

দিনাজপুর, ২২এপ্রিল , ২০২৫ (বাসস) : জেলার  বিরামপুর উপজেলায় আজ ৩৬ জন কৃষকের  মধ্যে পুষ্টি বাগান সৃজনে কৃষি বিভাগের উদ্যোগে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাফর ইকবাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী কালীন সরকার দেশের মানুষের পুষ্টির চাহিদা ুপূরণে প্রতিটি উপজেলায় কৃষকদের মাধ্যমে  পারিবারিক পুষ্টি বাগান সৃজনের কর্মসূচি ঘোষণা করেছেন। কর্মসূচির অংশ হিসেবে  আজ জেলার বিরামপুর উপজেলায় পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে ৩৬ জন কৃষকের  মধ্যে পারিবারিক পুষ্টি বাগান সৃজনে কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়। অনাবাদি, পতিত জমি ও বসত বাড়ির আঙিনায়, পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (১ম সংশোধিত) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

উপজেলার ৩৬ জন কৃষকের  মধ্যে জৈব সার ২৫ কেজি, ফলের চারা ৬টি, নেটসহ ৩ মৌসুমের ২২ প্রকারের সবজি বীজ বিতরণ করা হয়।

বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় বলেন, নিরাপদ সবজি উৎপাদনে পারিবারিক পুষ্টি বাগান গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত সবজি বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষকেরা। জেলার ১৩টি উপজেলার কৃষকদের  মধ্যে এ কার্যক্রম অব্যাহত রয়েছে

কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশিদ, বিরামপুর প্রেস ক্লাবের সভাপতি মোর্শেদ মানিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষক উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।