বাসস
  ২২ এপ্রিল ২০২৫, ১৫:৫৯

সিলেটে কুশিয়ারা নদীতে বজ্রপাতে এক মাঝি নিহত

সিলেট, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস): সিলেটে কুশিয়ারা নদীতে বজ্রপাতে জিলান মিয়া (৩৮) নামের এক নৌকার মাঝির নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলা বাজার সংলগ্ন কুশিয়ারা নদীতে এই বজ্রপাতের ঘটনা ঘটেছে। নিহত জিলান মিয়া উপজেলার বাঘমারা পশ্চিমপাড়ার নাসিম মিয়ার ছেলে।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান জানান, জিলান মিয়া নিয়মিত কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ বাজারে খেয়া পারাপার করে দিতেন। আজ সকাল থেকে নদীতে পারাপারের কাজে নিয়োজিত ছিলেন। বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাত হলে জিলান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।