বাসস
  ২২ এপ্রিল ২০২৫, ১৮:৩২

সিলেটে কেনা হবে ৩২ হাজার মেট্রিক টন ধান ও ৫২ হাজার মেট্রিক টন চাল

ছবি : সংগৃহীত

সিলেট, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস) : সিলেট অঞ্চলে এবার ৩২ হাজার ৪৬৩ মেট্রিক টন বোরো ধান ও ৫২ হাজার ১৫১ মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আগামী ২৪ এপ্রিল থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ধান ও মিল মালিকদের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে সিদ্ধ চাল কেনা শুরু হবে। ৩১ আগস্ট পর্যন্ত ধান ও চাল কেনা চলবে।

বাসস’কে এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম। তিনি জানান, সিলেটে এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে। আশা করা হচ্ছে, শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ হবে।

এই বছর সিলেট জেলায় বোরো ধান কেনার লক্ষ্যমাত্রা পাঁচ হাজার ৫৫০ মেট্রিক টন, সুনামগঞ্জে ১৪ হাজার ৬৪৫ মেট্রিক টন, হবিগঞ্জে আট হাজার ২৫২ মেট্রিক টন এবং মৌলভীবাজারে চার হাজার ১১ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সিদ্ধ চাল কেনার লক্ষ্যমাত্রা রয়েছে, সুনামগঞ্জে ১২ হাজার ৮১৯ মেট্রিক টন, হবিগঞ্জে ১৯ হাজার ২৯৭ মেট্রিক টন, সিলেটে ১২ হাজার ৫৪২ মেট্রিক টন এবং মৌলভীবাজারে ছয় হাজার ৪১৬ মেট্রিক টন।

গতবছর বোরো মৌসুমে বন্যা ও অতি বৃষ্টির কারণে লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়নি বলে জানান খাদ্য কর্মকর্তা। তিনি বলেন, গত বছর প্রায় ৭০ ভাগ ধান কেন সম্ভব হয়েছে। এবার লক্ষ্যমাত্রা গত বছরের চেয়ে কম। উৎপাদনও ভালো হয়েছে। তাই কৃষকদের কাছ থেকে লক্ষ্যমাত্রার শতভাগ ধান কেনা সম্ভব হবে।

চলতি বোরো মৌসুমে সিলেট অঞ্চলে চার জেলায় বোরো আবাদ হয়েছে চার লাখ ৯৭ হাজার ২১৯ হেক্টর জমিতে। আশা করা হচ্ছে এবার ৩০ লাখ ৮৪ হাজার ৫৮৭ মেট্রিক টন ধান উৎপাদন হবে।