বাসস
  ২২ এপ্রিল ২০২৫, ১৯:১৮

চাঁদপুরে খাদ্যদ্রব্যে ভেজাল দেয়ায় ৬০ হাজার টাকা জরিমানা

৬০ হাজার টাকা জরিমানা। ছবি : বাসস

চাঁদপুর, ২২ এপ্রিল ২০২৫ (বাসস): জেলায় আজ খাদ্য সামগ্রিতে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার ও ভেজাল মিশিয়ে বিক্রি দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের পুরান বাজারে নিয়মিত তদারকি অভিযান পরিচালনাকালে এ জরিমানা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, জেলা শহরের পুরান বাজারে অভিযানকালে কাঁচা কলায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে দিয়ে পাকানোর দায়ে মোক্তার হোসেন নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা, নষ্ট শুকনো মরিচ ভাঙিয়ে বিক্রয় করায়  ইউসুফ খান নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা এবং হলুদের সাথে রং মিশিয়ে বিক্রি করায় ব্যবসায়ী দুলাল সাহাকে ৩০ হাজার টাকাসহ মোট ৬০ টাকা  জরিমানা করা হয়েছে।

অভিযানকালে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।