বাসস
  ২৩ এপ্রিল ২০২৫, ০০:৪৬

হরিজন সম্প্রদায়ের আবাসনের জন্য ১৩টি ১০তলা ও একটি ছয় তলা ভবন নির্মাণ করা হবে: স্থানীয় সরকার উপদেষ্টা

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস): স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, হরিজন সম্প্রদায়ের আবাসনের জন্য ১৩টি ১০তলা ও একটি ছয় তলা ভবন নির্মাণ করা হবে।

ভবনগুলোর মধ্যে গণকটুলি সুইপার কলোনীতে দুইটি ১০তলা ভবন, মিরনজিল্লা সুইপার কলোনীতে দুইটি ১০ তলা ভবন, ধলপুর এলাকায় ৯ টি ১০ তলা ভবন ও পোস্তগোলা এলাকায় একটি ছয় তলা ভবণ নির্মাণ করা হবে।
প্রতিটি ভবনে একটি ফ্লোর হরিজন সম্প্রদায়ের ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য স্কুল হিসেবে তৈরি করা হবে।

আজ ঢাকার হাজারীবাগে সমাজ কল্যাণ যুব সংঘ আয়োজিত "নিপীড়িত হরিজন সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়ন বিষয়ক" মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, হরিজন সম্প্রদায়ের বসবাসকারী এলাকাগুলোতে ছোটো করে হলেও খেলার মাঠ নির্মাণ করতে হবে যা শিশুদের মাদক কিংবা অপরাধমূলক কাজ থেকে দূরে রাখবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে হরিজন সম্প্রদায়ের ছেলেমেয়েদের জন্য খেলা-সামগ্রী পাঠানো হবে। এলাকাগুলোতে মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে বলেও জানান তিনি।

এছাড়াও হাজারীবাগে দুইটি মন্দিরের জন্য আধুনিক ভবন নির্মাণ ও মন্দির প্রাঙ্গণে বর্ষা কিংবা বৃষ্টিতে ডুবে যাওয়া প্রতিরোধে নতুন প্রকল্প গ্রহণ করতে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

বেকার সমস্যা সমাধানে হরিজন সম্প্রদায়ের জন্য যেসব শূন্য পদ সিটি কর্পোরেশনগুলোতে রয়েছে তা দ্রুত পূরণ করা হবে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।