শিরোনাম
নেত্রকোনা, ২৩ এপ্রিল ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলার আবদুস সোবহান (৫০) হত্যা মামলার রায়ে এমদাদ হোসেন নামের একব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং আবুল হাসেম ওরফে মো. আবুনি নামের আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালত।
আজ বুধবার দুপুরে এ রায় দেন মামলার বিচারক নেত্রকোনার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান।
এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি আবুল হাসেম এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মজিবুর রহমান খান তালুকদার।
রায় প্রদানকালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এমদাদ হোসেন জেল হাজতে এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি আবুল হাসেম ওরফে মো. আবুনি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এমদাদ হোসেন জেলার সদর উপজেলার চন্দ্রপতিখিলার মৃত মোখশেদ আলীর ছেলে।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, একটি অটোরিকশা হারানোর ঘটনায় সদর উপজেলার চল্লিশা উত্তর বিলচুলঙ্গি (চন্দাপতিখিলা) এলাকার আবদুস সোবাহানকে পূর্ব পরিকল্পিতভাবে গত ২০১৯ সনের ৬ জুলাই মোবাইল ফোনে ডেকে নেয় তার চাচাতো ভাই রাসেল। এরপর তিনি বাড়ি না ফিরে না আসায় পরদিন খোঁজাখুঁজি করে একই এলাকার চাঁন মিয়ার পতিত জমির মাটি খুঁড়ে আবদুস সোবহানের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সোবহানের স্ত্রী শিউলি আক্তার বাদী হয়ে ওই দিনই নেত্রকোনা মডেল থানায় রাসেল সহ এমদাদ ও অটোরিকশার মালিক আবুল হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।
এই মামলার অপর আসামি রাসেলের বয়স কম থাকায় তাকে শিশু-কিশোর দণ্ডবিধিতে নেয়া হয়। রাসেল মিয়া একই এলাকার মৃত আব্দুল হামিদের সন্তান।
এ মামলায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ বুধবার রায় ঘোষনা করেন। নেত্রকোনার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান তাঁর রায়ে এমদাদ হোসেন নামের একব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং আবুল হাসেম ওরফে মো. আবুনি নামের আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।