শিরোনাম
গাজীপুর, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : গাজীপুর জেলায় আনুষ্ঠানিকভাবে ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নিয়োগে লটারি অনুষ্ঠিত হয়েছে। এ লটারির মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য নতুন ২৮ জন ডিলার নির্বাচিত করা হয়।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ লটারির আয়োজন করা হয়।
বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার মোট ১৫৪ জন আবেদনকারী অংশগ্রহণ করেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে নির্বাচনের এই উদ্যোগ গ্রহণ করা হয়, যাতে প্রত্যেক আবেদনকারী সমান সুযোগ পান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহতাসিম বিল্লাহ, গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোকাম্মেল হোসেন রেজা, গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ আল মামুন, গাজীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শফি আফজালুল আলম এবং সহকারী পুলিশ কমিশনার চৌধুরী মোহাম্মদ তানভীর, জেলা খাদ্য পরিদর্শক সোহেল আহমেদ সুফলসহ সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
লটারির মাধ্যমে নির্বাচিত নতুন ২৮ জন ডিলার সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি চাল ৩০ টাকা এবং আটা ২৪ টাকায় বিক্রয় করবেন। তাদেরকে ৫ (পাঁচ) বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।
জেলা প্রশাসক জানান, নবনিযুক্ত ডিলারদের প্রশিক্ষণের ব্যবস্থা এবং ওএমএস কার্যক্রম জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে মনিটরিং করা হবে।
এই নিয়োগের ফলে জেলার দরিদ্র ও নিম্নআয়ের জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টায় নতুন গতি সঞ্চার হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়।