বাসস
  ২৪ এপ্রিল ২০২৫, ১২:৩৭
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১২:৪৮

প্রধান বিচারপতির দায়িত্বে থাকবেন জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো: আশফাকুল ইসলাম। ছবি : সংগৃহীত

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস): প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত সফরকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম কার্যভার পালনরত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আজ বিষয়টি বাসস'কে জানান।

তিনি বলেন, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিতব্য দুটি পৃথক অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণের উদ্দেশে আজ সকালে তুরস্ক গমন করেন। 

আগামী ২৮ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতে একটি অনুষ্ঠানে প্রধান বিচারপতি প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।