শিরোনাম
নেত্রকোনা, ২৪ এপ্রিল, ২০২৫(বাসস) : জেলার পূর্বধলায় নিজ বাড়িতে আইপিএসে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বজলুল হক হীরা (৫১) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বড়রুহী গ্রামে তার নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে।
মৃত বজলুল হক হীরা মৃত আলী হায়দার এর ছেলে। তিনি উপজেলা যুবদলের সদস্য ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে এগারোটার দিকে হীরা বাড়িতে আইপিএস সংযোগ দিচ্ছিলেন। এসময় বৈদ্যুতিক শকে আহত হলে পরিবারের সদস্যরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ওসি মো. নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।