বাসস
  ২৪ এপ্রিল ২০২৫, ২০:৫০

পটুয়াখালীতে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা

চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধিতে আজ পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী এনসিডি প্রশিক্ষণ কর্মশালা। ছবি : বাসস

পটুয়াখালী, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকারি স্বাস্থ্যসেবাদানকারী চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধিতে আজ পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী এনসিডি প্রশিক্ষণ কর্মশালা। 

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে ও বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় এ কর্মশালার আয়োজন করে পটুয়াখালী সিভিল সার্জন। জেলার ৭টি উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা এই প্রশিক্ষণে অংশ নেন। 

কর্মশালার উদ্বোধন করেন পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর ডা. শামীম জুবায়ের। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কর্মকর্তা ডা. ইকবাল আহমেদ খান এবং সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. হোসেন মো. আল-আমিন।