শিরোনাম
বরগুনা, ২৫ এপ্রিল ২০২৫ (বাসস): জেলার ব্যস্ততম আমতলী চৌরাস্তায় দৃষ্টি নন্দন গোলচত্বর, ফুট ওভারব্রীজ ও পুলিশ বক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে আমতলী পৌরসভা।
আমতলী গোলচত্বর নির্মিত হলে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের এই স্থানটি নির্বিঘ্নে অতিক্রম করতে পারবে বিভিন্ন যানবাহন। কমবে যানজট, সাশ্রয় হবে সময়ের। এছাড়াও পথচারীদের নিরাপদে সড়ক পারাপারের লক্ষ্যে ফুট-ওভারব্রীজ এবং আইনশৃংখলা রক্ষার সুবিধার্থে পুলিশ বক্স নির্মিত হবে।
ট্রানজিট পয়েন্ট হিসাবে খ্যাত আমতলী উপজেলা থেকে উত্তরে পটুয়াখালী জেলা সদর, পূর্বে পটুয়াখালীর গলাচিপা উপজেলা, দক্ষিণে কলাপাড়া, কুয়াকাটা ও বরগুনার তালতলী উপজেলা এবং পশ্চিমে বরগুনা সদর ও অন্য উপজেলাগুলো অবস্থিত। প্রতিদিন বিভিন্ন রুটের কয়েক হাজার যানবাহন এ স্থানটি অতিক্রম করে থাকে। স্বাভাবিকভাবেই এখানে যানবাহনের ভিড় লেগে থাকে।
আমতলী পৌরসভা প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশিদ জানান, চলতি বছরের ফ্রেব্রুয়ারি মাসের পৌরসভার উন্নয়ন সভার সিদ্ধান্ত অনুযায়ী যান চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ করতে আমতলী নতুন বাজার চৌরাস্তায় একটি নান্দনিক ডিজাইনের গোলচত্বর, ফুট-ওভার ব্রিজ ও পুলিশ বক্স নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আমতলী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মজিবুল হায়দার জানিয়েছেন, আমতলী পৌরসভা বিষয়টি সড়ক ও জনপথ বিভাগের সাথে সমন্বয় করছে। তাদের অর্থায়নে ও বাস্তবায়নে তা কার্যকরি করা হবে। বাজেট নির্ধারণ প্রক্রিয়াধীন। পরবর্তীতে টেন্ডার আহ্বান করা হবে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আমতলী পৌরসভার প্রশাসক মুহাম্মদ আশরাফুল আলম জানান, পরিকল্পনা অনুসারে বরগুনার আমতলী চৌরাস্তায় গোলচত্বর, পথচারীদের জন্য ফুট-ওভারব্রিজ ও ট্রাফিক পুলিশ বক্স-এর নির্মাণ কাজ যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে শুরু করার আশা করছি।