বাসস
  ২৫ এপ্রিল ২০২৫, ২০:২৭

নেত্রকোনায় তিনদিনব্যাপী বৈশাখী লোকনাট্য উৎসব

নেত্রকোনায় তিনদিন ব্যাপী বৈশাখী লোকনাট্য উৎসব শুরু। ছবি: বাসস

নেত্রকোনা, ২৫ এপ্রিল ২০২৫ (বাসস): জেলায় শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ও নেত্রকোনা জেলা প্রশাসনের সহযোগিতায় তিনদিন ব্যাপী বৈশাখী লোকনাট্য উৎসব চলছে।

জেলা শহরের মোক্তারপাড়া মাঠের মুক্তমঞ্চে বৃহস্পতিবার রাতে প্রধান অতিথি হিসাবে এ লোকনাট্য উৎসব উদ্বোধন করেন নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস।  

উৎসবের প্রথমদিনে পালানাট্যসহ জারীগান অনুষ্ঠিত হয়। মঞ্চস্থ করা হয় পালানাটকের নোলকজান বিবির পালা। উৎসবের দ্বিতীয় দিনে শুক্রবার বিখ্যাত গাজীর গীত ও মালজোড়া গান পরিবেশন করা হবে। তৃতীয়দিন আগামীকাল শনিবার পালাগান ও ঝুমুর গানের আয়োজন রয়েছে।

প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এ লোকনাট্য উৎসব শনিবার শেষ হবে।