বাসস
  ২৬ এপ্রিল ২০২৫, ১৪:০৮

সুনামগঞ্জে বোরো ধান কাটতে ব্যস্ত ১লাখ ৭২ হাজার শ্রমিক

ছবি : বাসস

সুনামগঞ্জ, ২৬ এপ্রিল ২০২৫ (বাসস): জেলার ১২টি উপজেলার ১৩৭টি হাওরে বোরো ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন ১ লাখ ৭২ হাজার ৩৫০ জন শ্রমিক। এর মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৯৮৩ জন স্থানীয় শ্রমিক ও ৫ হাজার ৩৬৭ জন পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আগত শ্রমিক।

এছাড়াও শ্রমিকের পাশাপাশি জেলার হাওরগুলোতে দিনরাত ধান কাটছে ১ হাজার ২৪টি ধানকাটার মেশিন। এরমধ্যে ৯ ’শ ৮টি কম্বাইন্ড হারভেস্টার ও ১১৬টি রিপার মেশিন। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবছর জেলার ১২টি উপজেলার ১৩৭টি হাওরে ২২ লাখ  ৩ হাজার ৫০২ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে।

এর মধ্যে হাওরে ১ লাখ ৬৫ হাজার ২৪৩ হেক্টর জমি এবং ৫৮ হাজার ২৫৯ হেক্টর সাধারণ জমি। যার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ লাখ ৯৬ হাজার ৮০ মেট্রিক টন ধান। যা চালে হবে ৯ লাখ ২১ হাজার ৪১৩ মেট্রিক টন । 

সূত্র আরও জানায়, আজ শনিবার পর্যন্ত জেলায় হাওরে ৫৭ দশকি ৬২ শতাংশ এবং সাধারণ জমিতে ১৩ দশমিক ৩৩ শতাংশ বোরো ধান কাটা হয়েছে। যা ১ লাখ ২ হাজার ৯৭০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, আগামী ১০দিনের মধ্যে হাওরের ধানকাটা শেষ হবে এবং সাধারণ জমিতে  আগামী ২৫ মে’র মধ্যে ধান কাটা শেষে হবে।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বাসসকে জানান, আবহাওয়া ভালো থাকলে এপ্রিলের মধ্যে হাওরের ধান কাটা শেষে হবে।