শিরোনাম
সাতক্ষীরা, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলা সদরে আজ পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা সিটি কলেজে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন বিআরটিএ’র খুলনা বিভাগীয় অফিসের উপ-পরিচালক ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান।
বিআরটিএ’র সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আরও ছিলেন বিআরটিএ’র সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবির, সাতক্ষীরার সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার, ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. শাহাবুদ্দিন প্রমুখ।
এ কর্মশালায় বিভিন্ন শ্রেণীর ৬৬ জন পেশাজীবী গাড়ির চালক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান বলেন, পরিস্কার-পরিচ্ছন্নতায় গাড়ি চালাতে হবে, যাত্রিদের প্রতি আন্তরিক থাকতে হবে, যাত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, গাড়িতে নারী ও প্রতিবন্ধী আসন নিশ্চিত করতে হবে।