শিরোনাম
ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সকল রাজনৈতিক বিভাজন ভুলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অ্যালামনাইবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ ছাত্র-শিক্ষক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)’র বৈশাখী মিলনমেলার উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান।
উপাচার্য বলেন, রাজনৈতিক বিভাজন আমাদের নানাভাবে ক্ষতি করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সকল বিভাজন ভুলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার এখনই সময়।
অধ্যাপক নিয়াজ আরো বলেন, সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড, কাজের পরিধি ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ অনেক বেড়েছে। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক ও উন্নয়ন কাজে অ্যালামনাইবৃন্দ বিভিন্নভাবে অবদান রেখে চলেছেন।
অ্যালামনাইবৃন্দ গতিশীল কার্যক্রমে বিশ্ববিদ্যালয় আরো এগিয়ে যাবে এ প্রত্যাশা নিয়ে তিনি বলেন, আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি।
বর্তমানে সকলের মধ্যে ঐক্য ধরে রাখতে এ ধরনের মিলনমেলা কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে উল্লেখ করেন তিনি।
ডুয়া’র আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন।