শিরোনাম
সাতক্ষীরা, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার তালা উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে সৃজা দাশ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুর দেড়টার দিকে তালা উপজেলার খেশরা গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু সৃজা দাশ তালা উপজেলার খেশরা গ্রামের শ্যাম কুমার দাশের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর দেড়টার দিকে শিশু সৃজা দাশ তার পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পুকুর ধারে খেলা করতে গিয়ে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির স্বজনরা বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসতে দেখে তার মরদেহ উদ্ধার করেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান পুকুরের পানিতে ডুবে শিশু সৃজা দাশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।