বাসস
  ২৬ এপ্রিল ২০২৫, ১৯:২৪

নোয়াখালীতে তারুণ্যের উদ্যোগে পুকুরের বর্জ্য অপসারণ 

শনিবার নোয়াখালীর সুবর্ণচরে সরকারি পুকুরের বর্জ্য অপসারণ করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের চরবাটা’। ছবি: বাসস

নোয়াখালী, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার সুবর্ণচর উপজেলায় আজ স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বর্জ্য অপসারণ করে একটি পুকুরকে স্বাভাবিক রূপে ফিরিয়ে আনা হয়েছে। 

আজ শনিবার সকাল থেকে সুবর্ণচর উপজেলার চরবাটা খাসেরহাট বাজারে একটি সরকারি পুকুরের সকল বর্জ্য অপসারণ করে পরিবেশ রক্ষায় এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের চরবাটা’।

উপস্থিত থেকে এ কার্যক্রম তদারকি করেন সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) চেংমং রাখাইন।

দিনব্যাপী চলা এ কার্যক্রমে ‘তারুণ্যের চরবাটা’ সংগঠনের ৫০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। তারা পুকুরে জমে থাকা মেডিকেল বর্জ্য, বাজারের দোকানের বর্জ্য, জমে থাকা জলজ আগাছা, প্লাস্টিক, পলিথিন, গৃহস্থালি বর্জ্যসহ নানাবিধ আবর্জনা সংগ্রহ করে পরিষ্কার করেন। স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা ও পরিশ্রমে পুকুরটি ফিরে পেয়েছে তার স্বাভাবিক রূপ এবং প্রাণচাঞ্চল্য।

‘তারুণ্যের চরবাটা’র সভাপতি তারেক মুহাম্মদ শরীয়ত উল্যাহ জানান, পরিবেশ রক্ষা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যেই তাদের এ উদ্যোগ। 

সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) চেংমং রাখাইন স্থানীয় তরুণদের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, এ ধরনের কার্যক্রম আমাদের সমাজকে পরিবেশবান্ধব করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারুণ্যের চরবাটার প্রচেষ্টা নিঃসন্দেহে অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।