শিরোনাম
ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় হতাহত হওয়া কারোরই কাম্য নয়। আমরা নিরাপদ সড়ক চাই। সড়ক ও মহাসড়কে যান চলাচল আইন ভঙ্গকারীদের আইনের আওতায় আনতে আরো কঠোর হতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন উপদেষ্টা।
আজ রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের গেস্ট হাউসে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা এ নির্দেশ দেন।
রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের লরি ও সিএনজির সংঘর্ষে পাঁচ জনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন পার্বত্য উপদেষ্টা। তিনি নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।