বাসস
  ২৭ এপ্রিল ২০২৫, ১০:৫৪
আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১৩:১২

ইরানের বন্দরে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৮, আহত ৮০০ জন : রাষ্ট্রীয় টিভি

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : গতকাল শনিবার ইরানের একটি গুরুত্বপূর্ণ বন্দরে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এর আগে মৃতের সংখ্যা ছিল ১৪ জন। বিস্ফোরণে আহত হয়েছেন আরো ৮০০ জন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন রোববার এ তথ্য জানিয়েছে। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ঘটনাস্থলে থাকা রাষ্ট্রীয় টিভির একজন সংবাদদাতা জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু নিভে যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ সময় ওই সংবাদদাতার পেছনে ঘন কালো ধোঁয়া দেখা যায়।