বাসস
  ২৭ এপ্রিল ২০২৫, ১৪:২২

বগুড়ার মহাস্থানগড়ে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ছবি : বাসস

বগুড়া, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : বগুড়ার মহাস্থানগড় এলাকায় আন্ডারপাস ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দুই শতাধিক  অবৈধ স্থাপনা গতকাল  যৌথ বাহিনী অভিযান চালিয়ে উচ্ছেদ করেছে।

শুক্রবার রাতে ব্যবসায়ীদের স্বেচ্ছায় স্থাপনা সরানোর নির্দেশ দেওয়ার পর শনিবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া শাখার ক্যাপ্টেন সাদিকের নেতৃত্বে এবং বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হকের তত্ত্বাবধানে অভিযান শুরু হয়।

অভিযানে কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মোনায়ারুজ্জামানসহ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ অভিযানে আন্ডারপাস, ফুটপাত ও মহাসড়কের পাশে সওজের জমিতে গড়ে ওঠা দুই শতাধিক স্থায়ী-অস্থায়ী বাঁশ, কাঠ ও টিনের স্থাপনা উচ্ছেদ করা হয়।