শিরোনাম
লক্ষ্মীপুর, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : আসন্ন বর্ষা মৌসুমে লক্ষ্মীপুর জেলায় জলাবদ্ধতা নিরসন, কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো. মোশারেফ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদ উজ জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, জামশেদ আলম রানা, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন উর রশিদ পাঠানসহ প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তারা। এসময় জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তারা সভায় অংশ নেন।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, গতবার সঠিক সময়ে পানি না নামার কারনে দীর্ঘ বন্যার কবলে ছিল পুরো জেলা। তাই আগামীতে জলাবদ্ধতা নিরসন ও বন্যা মোকাবেলার জন্য কর্মপরিকল্পনা নেয়ার জন্য এ
সভা।