শিরোনাম
চুয়াডাঙ্গা, ২৭ এপ্রিল ২০২৫(বাসস) : জেলার দামুড়হুদা উপজেলায় আজ অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য তৈরি ও সংরক্ষণ করায় হাসিনা ফুড ফ্যাক্টরি নামক একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রোববার বেলা ১২টায় দামুড়হুদা বাজারে অভিযানকালে এ জরিমানা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসাবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দামুড়হুদা বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য তৈরি ও সংরক্ষণ করায় মেসার্স হাসিনা ফুড ফ্যাক্টরি নামের একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া প্রতিষ্ঠানের ত্রুটি সংশোধনের জন্য আগামীকাল সোমবার পর্যন্ত সময় দেয়া হয়।
অভিযানকালে জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।