বাসস
  ২৭ এপ্রিল ২০২৫, ১৮:৪৮

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত  

সাতক্ষীরা, ২৭ এপ্রিল ২০২৫ (বাসস): জেলার তালা উপজেলায় আজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কে গরু বোঝাই আলমসাধু (শ্যালো ইঞ্জিন চালিত স্থানীয় যান) উল্টে আব্দুল সালাম (৬০) নামের একব্যক্তি নিহত হয়েছেন। 

আজ রোববার দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার পাটকেলঘাটা থানার মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আব্দুস সালাম জেলার তালা উপজেলার পাঁচরোখি গ্রামের মৃত কিসমত মোড়লের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গরু ব্যবসায়ী আব্দুস সালাম রোববার দুপুরে আলমসাধু (শ্যালো ইঞ্জিন চালিত স্থানীয় যান) যোগে গরু নিয়ে বিক্রির উদ্দেশ্যে যশোরের কেশবপুর উপজেলার সুঁড়িখালি বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে তালা উপজেলার পাটকেলঘাটা থানার মির্জাপুর এলাকায় পৌঁছালে আলমসাধু গাড়িটির এক্সেল ভেঙ্গে সড়কের উপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী আব্দুস সালাম নিহত হন। 

সড়ক দুর্ঘটনায় একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দীন জানান, নিহত আব্দুস সালামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।