শিরোনাম
কিশোরগঞ্জ, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলার কটিয়াদীতে বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার পূর্ব মন্ডলভোগ এলাকা থেকে তাদের গ্রেফতার করে কটিয়াদী মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি শরীফ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে ও মনির হোসেন নামে আরেক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে মনির হোসেনের কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।