বাসস
  ২৭ এপ্রিল ২০২৫, ২১:১৩

আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়কে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: ঢাবি উপাচার্য

আজ ঢাবির নাটমণ্ডল মিলনায়তনে ‘সুফি ফিলসফি এন্ড কালচারাল প্র্যাকটিসেস ফর পারফেকটেড হিউমিনিটি’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন ড. নিয়াজ আহমদ খান। ছবি: বাসস

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, আন্তর্জাতিক র‌্যাঙ্কিং-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে সম্মানজনক পর্যায়ে উন্নীত করতে শিক্ষা বিনিময় কার্যক্রমকে স্থান, কাল ও রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষা ও গবেষণাকে মূল ফোকাসে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

তিনি আজ বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে “সুফি ফিলসফি এন্ড কালচারাল প্র্যাকটিসেস ফর পারফেকটেড হিউমিনিটি” শীর্ষক দু’দিনব্যাপী ৭ম আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট যৌথভাবে এই কনফারেন্স আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

বিভাগের অধ্যাপক ড. মো. ইস্রাফীল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তাইন বিল্লাহ আলোচনায় অংশ নেন। বিভাগের চেয়ারপার্সন কাজী তামান্না হক সিগমা ধন্যবাদ জ্ঞাপন করেন। 

এছাড়া, অনুষ্ঠানে বক্তব্য রাখেন কনফারেন্স আয়োজক কমিটির আহ্বায়ক ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহমান শাহরিয়ার এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি শাহজাদা সৈয়দ ইরফানুল হক।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বমূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার উপর গুরুত্বারোপ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সকল সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আন্ত:সম্পর্ক জোরদার করতে চায়। 

তিনি আশা প্রকাশ করেন, এ প্রয়াসের মাধ্যমে আমাদের শিক্ষা ও গবেষণার উন্নয়ন টেকসই হবে। 

উপাচার্য আরও বলেন, সুফিজমের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। সুফিজম প্রত্যেক মানুষকে সম্মান করতে শেখায়। 

তিনি বলেন, সমাজে এখন মানুষের মধ্যে হানাহানি ও দ্বন্দ্ব বেড়ে চলেছে। এই দ্বন্দ্ব সমাজ ও রাষ্ট্র থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। মানুষে-মানুষে দ্বন্দ্ব ও হানাহানি নিরসনে সুফিজম চর্চা ও সুফিজমের মানবতাবাদী দর্শন বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে। 

এক্ষেত্রে এই আন্তর্জাতিক কনফারেন্স কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দু’দিনব্যাপী এই সম্মেলনের ১৩টি সেশনে সুফিজমকে উপজীব্য করে দেশ-বিদেশের বরেণ্য নাট্যগবেষক ও শিক্ষকবৃন্দ প্রায় ৩০টি প্রবন্ধ উপস্থাপন করবেন।

এছাড়া, নাট্যনির্দেশক ও বিভাগের অধ্যাপক ড. আহমেদুল কবিরকে নিয়ে অনুষ্ঠিত হবে ‘মিট দ্য আর্টিস্ট’ পর্ব।