শিরোনাম
ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস): এডহক কমিটি গঠন করা হয়েছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নিয়মিত করার কার্যক্রম স্থগিত থাকবে। একই সাথে যে-সব শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটি গঠন করা হবে তাদেরকেও একই আদেশ দেওয়া হয়েছে। এ আদেশের প্রেক্ষিতে শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আজ রোববার মাউশির উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলীর সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪ এর প্রবিধি ৬৪ এর আওতায় এ বিভাগের গত ২১ নভেম্বরের চিঠি মোতাবেক যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটি গঠন করা হয়েছে বা হবে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই এডহক কমিটি কর্তৃক নিয়মিত কমিটি গঠনের কার্যক্রম স্থগিত থাকবে।
এতে আরও বলা হয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সকল শিক্ষা বোর্ডগুলোকে অনুরোধ করা হলো।