শিরোনাম
মুন্সীগঞ্জ, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া এলাকা থেকে আজ পরিত্যক্ত অবস্থায় ১ টি বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১০।
আজ ভোর রাত সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া এলাকায় অভিযান চালায়। অভিযান কালে ডাক্তার মোখলেছুর রহমানের বাড়ির পিছনে বাগানে পরিত্যক্ত একটি ঘর থেকে ১ টি বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর মিডিয়া সেলের সহকারী পরিচালক শামীম হাসান জানান , পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করে শ্রীনগর থানায় জমা দেওয়া হয়েছে।শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিল আহম্মেদ জানান, শ্রীনগর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।