শিরোনাম
পটুয়াখালী, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার কলাপাড়ায় আজ পানিতে ডুবে ফাহিম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
দুপুর দেড়টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত ফাহিম ওই গ্রামের শাহীন হাওলাদারের ছেলে।
জানা গেছে, খেলতে গিয়ে বাড়ির পাশের একটি জলাশয়ে পড়ে ফাহিম ডুবে যায় । পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পানি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে লাশ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছেন।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বাসসকে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম বলেন, খবর পেয়েছি। এ বিষয়ে আইনগতভাবে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।