শিরোনাম
চাঁদপুর, ২৮ এপ্রিল ২০২৫ (বাসস) : জেলার কচুয়া উপজেলায় আজ বজ্রপাতে বিশখা সরকার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুরে কচুয়া উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের নাহারা গ্রামের রাধাগোবিন্দ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত বিশখা সরকার উত্তর কচুয়া ইউনিয়নের নাহারা গ্রামের হরিপদের স্ত্রী। নিহত বিশখা সরকার তিন কন্যা সন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে অবস্থিত জমি থেকে খড়ের গাঁদা আনতে বিশখা সরকার ঘর থেকে বের হবার পথে ঝড়-বৃষ্টির কবলে পড়েন। পরে তিনি ব্রজপাতের শিকার হন। গুরুতর অবস্থায় বিশখা সরকারকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদ হোসাইন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বজ্রপাতে নারীর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।