বাসস
  ২৯ এপ্রিল ২০২৫, ১১:৩২

ফেনীতে অবৈধভাবে মাটি কাটায় ৬ জনের কারাদণ্ড

ফেনী, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস): ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর এলাকায় নদীর পাড়ের সরকারি জমির মাটি কাটায় ৬ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার গভীর রাতে অভিযানের সময় একটি এস্কেভেটর ও দুটি ট্রাক জব্দ করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, নদীর পাড়ের সরকারি জমির মাটি কেটে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের প্রতি হুমকি সৃষ্টি করার খবর পেয়ে রাত ১টার দিকে অভিযানে বের হন। ভূমি অপরাধ প্রতিরোধ আইনে নদী তীরবর্তী মাটি কাটায় মো: জয়নাল আবেদীন (৫২), মো: ইসমাইল (৩৫), মো: সাদ্দাম (৩৩), মো: আরিফ (৩৫), মো: ইসরাফিল (২৩) ও মো: জাহাঙ্গীর (৩৫) কে গ্রেফতার করা হয়। 

ঘটনাস্থল থেকে একটি এস্কেভেটর জব্দ করা হলেও আনার সুযোগ না থাকায় বিকল করা হয়। একইসঙ্গে দুটি ট্রাক হেফাজতে আনা হয়েছে। এসময় জয়নাল আবেদীনকে ৪ মাস কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, ইসমাইলকে ৩ মাস কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, সাদ্দামকে ৩ মাস এবং আরিফ, ইসরাফিল ও জাহাঙ্গীরকে ১ মাস করে কারাদণ্ডের পাশাপাশি ১শ টাকা করে জরিমানা প্রদান করা হয়।