শিরোনাম
ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস): নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের নেতা-কর্মীদের মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জুলাই-আগস্ট হামলায় জড়িত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে গতকাল বিকেলে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
মিছিলটি পরিবহন চত্বর থেকে শুরু হয়ে অমর একুশে ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এই সময় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, জাবি শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থী অংশ নেয়।