বাসস
  ২৯ এপ্রিল ২০২৫, ১৩:০৯

রাঙ্গামাটিতে এনজিও‘র কার্যক্রম ও ক্ষুদ্রঋণ বিষয়ক সভা

মঙ্গলবার রাঙ্গামাটিতে ক্ষুদ্রঋণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: বাসস

রাঙ্গামাটি, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় আজ বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের এনজিও‘র কার্যক্রম ও ক্ষুদ্রঋণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রুহুল আমিন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো: মোবারক হোসেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: আনোয়ার আল হক, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথসহ সরকারী-বেসরকারী সংস্থার বিভিন্ন কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন(এনজিও) তাদের কার্যক্রম তুলে ধরেন।