শিরোনাম
চাঁদপুর, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলা শহরের পুরান বাজার এলাকায় ডাকাতিয়া নদীতে গোসল করার সময় নদীতে ডুবে যায় মো. ইয়াছিন আরাফাত (১৫) নামে এক স্কুল ছাত্র। এক ঘন্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই স্কুল ছাত্র পুরান বাজার ৫নম্বর খেয়াঘাট সংলগ্ন রূপালী রাইস মিলের সামনে গোসল করতে নামলে এই ঘটনা ঘটে।
আরাফাত শহরের পুরান বাজার মেরকাটিজ রোডের বাসিন্দা মো. দুলাল কাজীর ছেলে। সে পুরান বাজার মধুসুদন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, ঘটনার সময় আরাফাতসহ ৫ বন্ধু নদীতে গোসল করতে আসে। তারা দুষ্টামি করে ঘাটে থাকা ট্রলার থেকে নদীতে লাফ দেয়। সাথে থাকা অন্যরা লাফ দিয়ে উঠতে পারলেও আরাফাত নদীতে তলিয়ে যায়।
এ সময় ঘাটের লোকজন তাৎক্ষনিক বিষয়টি ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটে খবর দেয়।
ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটের টিম লিডার আলী আহম্মদ বলেন, এক ঘন্টা চেষ্টা চালিয়ে আমাদের ডুবুরি দল স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।