শিরোনাম
ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস): জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী আজ টেকসই উন্নয়নের জন্য বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য উদ্ভাবনী কৌশল হিসেবে সামাজিক ব্যবসার সম্ভাবনার উপর জোর দিয়েছেন।
জাতিসংঘের সদর দপ্তরে ইকোসক ফোরাম অন ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট (এফএফডি ফোরাম) এর প্যানেল আলোচনায় তিনি বেসরকারি মূলধনকে ইতিবাচক সামাজিক প্রভাবের সাথে সামঞ্জস্যপূর্ণ করার ক্ষেত্রে সামাজিক ব্যবসার রূপান্তরমূলক ভূমিকার উপর জোর দিয়েছেন।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রদূত চৌধুরী বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রবর্তিত সামাজিক ব্যবসাকে একটি প্রমাণিত মডেল হিসেবে উপস্থাপন করে বলেছেন, সামাজিক ব্যবসায় বিনিয়োগ করার লক্ষ্য হচ্ছে ব্যক্তিগত লাভের পরিবর্তে সামাজিক সুফল লাভ করা।
বাংলাদেশের অভিজ্ঞতা প্রমাণ করে যে, এই মডেলটি নারীদের ক্ষমতায়ন, দুর্বল জনগোষ্ঠীকে সহায়তা করা এবং খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা ও নবায়নযোগ্য জ্বালানির মতো ক্ষেত্রগুলিতে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলায় বেসরকারি সম্পদকে সফলভাবে কাজে লাগাতে পেরেছে।
রাষ্ট্রদূত উদ্ভাবনী অর্থায়নে সমর্থন সম্প্রসারণ এবং উপযুক্ত নীতি, মিশ্র অর্থায়ন কৌশল ও ঝুঁকিমুক্তকরণ ব্যবস্থার মাধ্যমে একটি সক্রিয় বাস্তুতন্ত্র তৈরির প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন।
রাষ্ট্রদূত এফএফডি ফোরাম এবং উন্নয়নের জন্য অর্থায়ন সংক্রান্ত চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন (এফএফডি৪) এর চতুর্থ প্রস্তুতিমূলক কমিটির সভায় বাংলাদেশের আন্ত:মন্ত্রণালয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
বাংলাদেশ এফএফডি৪ আলোচনায় সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছে এবং সর্বোচ্চ পর্যায়ে সম্মেলনে অংশগ্রহণের প্রত্যাশা করছে।