শিরোনাম
চট্টগ্রাম, ২৯ এপ্রিল ২০২৫ (বাসস) : চট্টগ্রামে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের রেডিসন ব্লু’র মেজবান হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অবকাঠামো উন্নয়ন ধারণায় পিপিপি পদ্ধতিকে সরকারি-বেসরকারি স্টেক হোল্ডারদের মধ্যে অবহিতকরণ ও সম্ভাব্য উন্নয়নের ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণসহ প্রাসঙ্গিক সকল বিষয়ে এই কর্মশালায় আলোচনা করা হয়েছে।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মুহাম্মদ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, পিপিপি কর্তৃপক্ষের মহাপরিচালক (প্রশাসন ও অর্থ) এ কে এম আবুল কালাম আজাদ, মনিটরিং ও প্রকিউরমেন্ট এডভাইজার এ এম আল আমিন। কর্মশালায় সরকারি-বেসরকারি খাতের উচ্চপদস্থ কর্মকর্তা, বিনিয়োগকারী, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং অন্যান্য অংশীদারগণ অংশ নেন।
কর্মশালায় পিপিপি প্রকল্পের মাধ্যমে দেশের অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ সম্ভাবনা এবং চট্টগ্রাম অঞ্চলের উন্নয়ন কার্যক্রমে নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।