শিরোনাম
ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : বিতর্কিত প্রশ্ন করার জেরে দীপ্ত টেলিভিশনের নিউজ বুলেটিন সরকার বন্ধ করে দিয়েছে-বিষয়টি সত্য নয় বলে জানিয়েছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, দীপ্ত টেলিভিশনের নিউজ বুলেটিন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বন্ধ করেনি। 'বিতর্কিত’ প্রশ্ন করার জেরে দীপ্ত টেলিভিশনের নিউজ বুলেটিন বন্ধ করে দিয়েছে সরকার-বিষয়টি সত্য নয়।
বাংলাফ্যাক্ট জানায়, 'সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ তথ্যটি সত্য নয় বলে জানান দীপ্ত টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর এস এম আকাশ। বাংলাফ্যাক্টকে আকাশ বলেন, ‘আমাদের আপাতত নিউজ বুলেটিন বন্ধ রয়েছে। এটা ম্যানেজমেন্টের অভ্যন্তরীণ বিষয়, এক্সটার্নাল (বাইরের) কোনো বিষয় নয়। সরকারের পক্ষ থেকে কোন ধরনের নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ নেই’।
বাংলাফ্যাক্ট জানায়, সাংবাদিকতার নিয়ম না মানার কারণে ফজলে রাব্বি ও রহমান মিজান নামে দুইজনকে চাকরিচ্যুত করেছে দীপ্ত টিভি কর্তৃপক্ষ। একই সময়ে দীপ্ত টেলিভিশনের সংবাদ বুলেটিনও বন্ধ রেখেছে চ্যানেলটির কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজ বুলেটিন বন্ধ করা, দুই সাংবাদিককে চাকরিচ্যুত করার দাপ্তরিক ঘটনাটিকে সরকারের হস্তক্ষেপ বলে উল্লেখ করে অসত্য তথ্য ছড়ানো হচ্ছে বলে বাংলাফ্যাক্টের অনুসন্ধানে বেরিয়ে এসেছে।
বাংলাফ্যাক্ট জানায়, 'টেলিভিশনের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। সরকারের পক্ষ থেকে কোনো রকমের চাপ দেওয়া হয়নি।'
বাংলাফ্যাক্ট জানায়, এদিকে আজ মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ফ্যাসিবাদের ১৫ বছরে গণমাধ্যমের বাস্তবতা শীর্ষক মতবিনিময় সভায় উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘এক সাংবাদিক গণহত্যার পক্ষ নিয়ে প্রশ্ন করার প্রেক্ষিতে দীপ্ত টিভির সংবাদ বিভাগ তারা নিজেরাই বন্ধ করে দিয়েছে। সরকার এখানে কিছু বলেনি, কাউকে কলও দেওয়া হয়নি’।