শিরোনাম
ঝালকাঠি, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় রবি মৌসুমে কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন দিয়ে ধান কাটার উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় সদর উপজেলার ছত্রকান্দায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বাস্তবায়িত সমলয়ে (synchronized cultivating) ব্লক প্রদর্শনীতে কম্বাইন্ড হার্ভেস্টার এর মাধ্যমে ধান কাটার উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, অংশীজন এবং সমলয়ে ধানচাষী কৃষকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, সরকার কৃষি যান্ত্রিকীকরণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বারোপ করেছে। সমলয়ে সম্মিলিত চাষাবাদের মাধ্যমে উৎপাদন খরচ হ্রাস, সময় ও শ্রম সাশ্রয়, এবং ফলন বৃদ্ধির সম্ভাবনা বহুগুণে বৃদ্ধি পেয়েছে।
অনুষ্ঠান শেষে মাঠ পর্যায়ে সমলয়ে চাষকৃত ধান কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনের মাধ্যমে কাটার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝালকাঠি'র যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি কৃষি যান্ত্রিকীকরণ ও উৎপাদন ব্যবস্থার আধুনিকায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।