বাসস
  ৩০ এপ্রিল ২০২৫, ১৬:২০
আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৬:৩৩

আজ মধ্য রাত থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার নিষিদ্ধ

আজ মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারী করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। ছবি : বাসস

।। মনসুর আহম্মেদ।।

রাঙ্গামাটি, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস) : মৎস্য প্রজনন বৃদ্ধি, মা মাছ রক্ষাসহ বিভিন্ন কারনে আজ মধ্যরাত  থেকে রাঙ্গামাটির কাপ্তাই  হ্রদে সব ধরনের মাছ শিকার, বিক্রি ও পরিবহন নিষেধাজ্ঞা জারী করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

তবে ৩০ এপ্রিল রাত ১২টায় হ্রদে মৎস্য আহরণ বন্ধ করা হলেও আহরিত মাছ রাঙ্গামাটি বিএফডিসি ঘাটে ১ মে দুপুর ১২টা পর্যন্ত অবতরণ করা যাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়া শুটকি জাতীয় মাছ আগামী ৩মে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবতরণ করা যাবে।

গত ১৬ এপ্রিল  রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির এক জরুরী বৈঠকে সম্মিলিত সিদ্ধান্তের আলোকে ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিনমাস কাপ্তাই হ্রদে সকল প্রকার মৎস্য আহরণ, সংরক্ষণ ও পরিবহণের উপর জেলা প্রশাসনের নিষেধাজ্ঞার বিষয়ে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বাসসকে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

জেলা প্রশাসক  মোহাম্মদ হাবিব উল্লাহ বাসসকে বলেন, কাপ্তাই হ্রদের মাছের উপর নির্ভর করে বছরে শতকোটি টাকার ব্যবসা হয়। এতে করে সরকারের রাজস্ব আদায়ের পাশাপাশি সাধারণ মৎস্য ব্যবসায়ীসহ এর  সঙ্গে জড়িত অন্যান্য ব্যবসায়ীরা  লাভবান হয়।

তাই কাপ্তাই লেকে মৎস্য প্রজনন নিশ্চিত করতে এর  সঙ্গে জড়িত মৎস্য ব্যবসায়ীদের লেকে বন্ধকালীন আগামী ৩মাস কাপ্তাই হ্রদে যাতে মাছ শিকার করা না হয় সেজন্য তিনি সকল মৎস্য ব্যবসায়ীকে আন্তরিক হওয়ার আহবান জানান।

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন সময় প্রায় ২৬হাজার বেকার জেলে পরিবারকে ভিজিএফের মাধ্যমে সহায়তা করা হবে বলে জানান জেলা প্রশাসক।

বিএফডিসির রাঙ্গামাটির ব্যবস্থাপক কমান্ডার মোঃ ফয়েজ আল করিম বাসসকে জানান, প্রজনন মৌসুমে কাপ্তাই হ্রদের অভয়াশ্রমগুলোতে যাতে মাছ শিকার বন্ধ থাকে  সেজন্য এবার কাপ্তাই হ্রদে ২৪ঘন্টা কোষ্টগার্ড পাহারায় থাকবে। পাশাপাশি চোরাইপথে যাতে কাপ্তাই লেকের মাছ বাইরে পাচার করা না যায় সেজন্য বিএফডিসির পক্ষ থেকে মনিটরিং টিম রাস্তায় টহলে থাকবে বলে জানান বিএফডিসি ব্যবস্থাপক।

উল্লেখ্য, কাপ্তাই হ্রদে মাছ উৎপাদন ও বিপণনের দায়িত্বে রয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে জেলা প্রশাসন প্রতিবছর মে থেকে জুলাই মাস পর্যন্ত মাছ শিকার, বিপণন ও পরিবহন বন্ধ রাখে। প্রতিবছর বিএফডিসি হ্রদে মাছ ধরা বন্ধকালীন সময় হ্রদে ৫০ থেকে ৬০ মেট্রিক টন কার্পজাতীয় মাছের পোনা ছাড়ে।