বাসস
  ৩০ এপ্রিল ২০২৫, ১৬:৫৭

লালমনিরহাটে খোলা ভোজ্যতেলের ক্ষতিকর প্রভাব বিষয়ে কর্মশালা

লালমনিরহাটে বুধবার খোলা ভোজ্যতেলে মানব স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব সম্পর্কে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

লালমনিরহাট, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলায় আজ খোলা ভোজ্যতেলে মানব স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব সম্পর্কে ভোক্তা ও বাল্ক ব্যবহারকারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান।

কর্মশালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস ভোক্তা অধিকার সংক্রান্ত স্লাইড উপস্থাপন করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (উপসচিব), কার্যক্রম ও গবেষণাগার শাখার ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন। 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধি এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের কনসালটেন্ট (অ্যাডভোকেসি) ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুশতাক হাসান মুহাম্মদ ইফতিখার।

এছাড়াও কর্মশালায় সিভিল সার্জন ডা. আবদুল হাকিম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদী, সরকারি দপ্তরের কর্মকর্তারা, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।