ঢাকা, ৩১ ডিসেম্বর, ২০২১ (বাসস) : সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, গ্রন্থাগারিকগণ হলেন জ্ঞানভান্ডারের রসদ সরবরাহকারী। তারা রসদ সরবরাহ করে আমাদের জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করে থাকেন। আর সেই রসদ হলো জ্ঞান উপকরণ বই।
আজ ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) আয়োজিত ‘শিক্ষায়তনিক গ্রন্থাগার পেশাজীবীদের প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার এবং ময়মনসিংহ বিভাগীয় গ্রন্থাগার পেশাজীবীদের মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতি গড়ার কারিগর হলেন শিক্ষক সমাজ। আর শিক্ষক তৈরির কারিগর হলেন গ্রন্থাগারিকগণ। যথাযথ উপকরণ ও রসদ সরবরাহের মাধ্যমে তারা জ্ঞানমনস্ক আলোকিত জাতি গঠনে মুখ্য ভূমিকা রাখেন।
তিনি বলেন, জাতি গড়ার কারিগরগণ নানা কারণে আজ অবহেলিত। তাদের প্রাতিষ্ঠানিক পদমর্যাদা বৃদ্ধিতে পদক্ষেপ নেয়া দরকার। তিনি এসময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব)-এর দাবিদাওয়া পূরণের সর্বাত্মক আশ্বাস প্রদান করেন।
বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) ময়মনসিংহ বিভাগের সভাপতি মো. এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডীন প্রফেসর ড. মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পারভেজুর রহমান ও ল্যাব'র মহাসচিব মোহাম্মদ হামিদুর রহমান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহ বিভাগের ল্যাব সভাপতি মো. এমদাদুল হক।