বাসস
  ২৬ মে ২০২২, ১১:২৫

জয়পুরহাটে চাষী পর্যায়ে ৪৫০টি বোরো বীজ উৎপাদন প্রদর্শনী স্থাপন

জয়পুরহাট,২৬ মে, ২০২২ (বাসস) : চাষী পর্যায়ে উন্নত মানের বীজ উৎপাদনের লক্ষ্যে জেলায় চলতি মৌসুমে ৪৫০টি বোরো বীজ উৎপাদন প্রদর্শনী স্থাপন করা হয়েছে। এতে জমির পরিমান হচ্ছে ৪৫০ একর। 
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বাসস’কে জানায়, চাষী পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বোরো বীজ উৎপাদন প্রদশর্নী খামার স্থাপন করা হয়েছে। চাষী পর্যায়ে উন্নত মানের বীজ উৎপাদনের জন্য চাষীদের উন্নত মানের বীজ, সার ও বীজ সংরক্ষণের জন্য  উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে সরকারের পক্ষ থেকে। বিএডিসি বীজের পাশাপাশি কৃষক পর্যায়ে বীজ উৎপাদনের ফলে এ জেলায় ধান, পাট ও গম চাষের জন্য বীজের চাহিদা মিটিয়ে অন্যত্র সরবরাহ করা সম্ভব হয়ে থাকে বলে বাসস’কে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম।